প্রোপার্টিস
কোন একটি মেথডের উপর property
ডেকোরেটোর ব্যবহার করে প্রোপার্টি ডিফাইন করা হয়। এর একটা বহুল ব্যবহার দেখা যায় কোন ইন্সট্যান্স অ্যাট্রিবিউটকে রিড-অনলি বানানোর ক্ষেত্রে। যখন একটি ইন্সট্যান্স অ্যাট্রিবিউটকে কল করা হয় এবং যদি ওই নামে একটি মেথড থাকে যা কিনা property
ডেকোরেটোর দিয়ে ডেকোরেট করা, তখন পক্ষান্তরে সেই মেথডটিই কল হয়। আর এভাবেই একটি অ্যাট্রিবিউটকে রিড-অনলি করার একটা রাস্তা পাওয়া যায়। নিচের উদাহরণটি দেখলে আরও পরিষ্কার হয়ে যাবে।
আউটপুট,
setter/getter
ফাংশন ব্যবহার করেও প্রোপার্টি ডিফাইন করা যায়। setter
ফাংশন ব্যবহার করে প্রোপার্টির ভ্যালু সেট করা যায়। আর getter
ফাংশন ব্যবহার করে ওই প্রোপার্টির ভ্যালু অ্যাক্সেস করা যায়।
setter
ডিফাইন করার জন্য প্রোপার্টির নাম এবং একটি ডট চিহ্ন দিয়ে setter
কিওয়ার্ড লিখে একটি ডেকোরেটর হিসেবে নির্দেশ করতে হয়। getter
ডিফাইন করার ক্ষেত্রেও একই নিয়ম।
উদাহরণ,
উপরের প্রোগ্রামে, প্রথমত ৭ নাম্বার লাইনে pineapple_allowed
মেথডকে একটি প্রোপার্টি ডিফাইন করা হয়েছে। এতে করে, ২০ নাম্বার লাইনে এই প্রোপার্টির ভ্যালু অ্যাক্সেস করতে গেলে বস্তুত pineapple_allowed
মেথডটি কল হয় এবং যা পক্ষান্তরে self._pineapple_allowed = False
এর উপর ভিত্তি করে False
রিটার্ন করে।
এরপর, ১০ নাম্বার লাইনে, @pineapple_allowed.setter
ডেকোরেটর ব্যবহার করে ওই প্রোপার্টির জন্য একটি setter
মেথড ডিফাইন করা হয়েছে। আর তাই, ২১ নাম্বার লাইনে pizza.pineapple_allowed = True
স্টেটমেন্ট এক্সিকিউট হবার সময় আসলে pineapple_allowed
সেটার মেথডটি কল হচ্ছে। এই মেথডটি ১৫ নাম্বার লাইনে, _pineapple_allowed
নামের প্রাইভেট ভ্যারিয়েবলের মান বদলে দেয় যার প্রমাণ পাওয়া যায় ২২ নাম্বার লাইনে নতুন করে print(pizza.pineapple_allowed)
প্রিন্টের মাধ্যমে।
আউটপুট,
Last updated