গুরুত্বপূর্ণ ডাটা টাইপ
আগের কিছু চ্যাপ্টা রে যথাযথ উদাহরণ এবং বর্ণনার জন্য কিছু ডাটা টাইপ নিয়ে ব্যাসিক আলোচনা করা হয়েছে বা প্রাসঙ্গিক ভাবেই সেগুলো চলে এসেছে। যেমন - প্রিন্ট এবং ইনপুট/আউটপুট নিয়ে আলোচনার সময় string এর পরিচয় ও ব্যবহার করা হয়েছে। আবার for লুপ, while লুপ নিয়ে আলোচনার সময় প্রাসঙ্গিক ভাবে list নিয়ে আলোচনা হয়েছে, যেহেতু লিস্ট একটি ব্যাসিক iterable.
এই সেকশনে আরও কিছু গুরুত্বপূর্ণ ডাটাটাইপ নিয়ে আলোচনা করা হবে যা নিম্ন উল্লেখিতঃ
Last modified 5yr ago