Python 2.7.x
. কিন্তু, এই কোর্সটি লেখা হচ্ছে Python 3.5.x
এর উপর ভিত্তি করে। আসলে পাইথন ২ এবং ৩ ভার্সনের মধ্যে সিনট্যাক্স এবং ফিচার সম্পর্কিত বেশ কিছু মাঝারি মানের পরিবর্তন আছে। পাইথনের অফিসিয়াল সাইটে বর্তমানে পাইথন ৩ কেই বেশি ফোকাস করা হয়ে থাকে এবং তারা স্পষ্টই বলে দিয়েছে যে পাইথনের বর্তমান এবং ভবিষ্যৎ হচ্ছে পাইথন ৩Python 2.x is legacy, Python 3.x is the present and future of the language
Python 3
কেও ইন্সটল্ড অবস্থায় দেখা যায় (যেমন Python 3.4.2) কিন্তু ডিফল্ট হিসেবে সেট করা থাকে না। অর্থাৎ, এই ভার্সনের ইন্টারপ্রেটার চালু করতে টার্মিনালে লিখতে হতে পারে python3
এবং এন্টার চাপতে হবে।দুটি পাইথনের আলাদা আলাদা বাইনারি আলাদা নামে সেইভ থাকে এবং এদের পাথও দেখা যেতে পারে। টার্মিনালে যথাক্রমেwhich python
এবংwhich python3
কমান্ড ইস্যু করলে যথাক্রমে/usr/bin/python
এবং/usr/local/bin/python3
দেখা যাবে। অর্থাৎ ডিফল্ট পাইথন এবং পাইথন 3.4 এর পাথ আলাদা।
cd
কমান্ড ব্যবহার করে ওই ফোল্ডারের লোকেশনে যেতে হবে। যেমন,এই নতুন পাইথনের লোকেশন জানতেwhich python3.5
কমান্ড দিয়ে দেখতে পারেন যার আউটপুট আসতে পারে/usr/local/bin/python3.5
~/.profile
, .zshrc
, অথবা ~/.bash_profile
ফাইলকে এডিট করে নিচের লাইনটি জুড়ে দিন।python3.4
বা python3.5
হয়ে থাকে; তো অনেকেই নতুন ইন্সটল করা পাইথন বাইনারির নাম বদলে বা সিম্বোলিক লিঙ্ক তৈরি করে python
করে থাকেন যাতে করে টার্মিনালে python
কমান্ড এক্সিকিউট করলেই পাইথন ৩ এর ইন্টারপ্রেটার চালু হয়। এই কাজটি করা একদম উচিৎ না। কারণ লিনাক্স বা ম্যাকে কিছু টুলস এবং প্রোগ্রাম থাকে যেগুলো ওই সিস্টেমের পাইথন এর উপরেই নির্ভর করে। এখন যখন আপনি পাইথন ৩ এর নাম বদলে শুধু পাইথন করে দিবেন, তারপর থেকে ওই সিস্টেম প্রোগ্রাম গুলো হয়তো সঠিক ভাবে কাজ করবে না। কারন তারা পাইথন ২ এর ইন্টারপ্রেটার কে চেনে পাইথন নামে।এসব ছোট জটিলতা সমাধান করা যায় ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরির মাধ্যমে যা কোর্সের শেষের দিকে আলোচনা করা হবে।
C:\Python3x
ব্যবহার করে থাকে। এরপরে 'Install' বাটন চেপে ইন্সটলেশন কমপ্লিট করুন।C:\Python3x
(ধরে নিচ্ছি আপনার পাইথন ইন্সটলেশন সি ড্রাইভের মধ্যেই করেছেন) এই লোকেশনটিকে আপনার PATH
ভ্যারিয়েবলে যোগ করে নিন।My Computer
এর উপর রাইট ক্লিক করে Properties
এ যান ।Advanced System Settings
এ ক্লিক করূন ।Environment Variables
এ ক্লিক করুন ।System Variables
এর ভিতরে PATH
এন্ট্রি খুজে বের করে Edit
বাটন চাপুন ।C:\Python3x;
লিখে OK
করে বের হয়ে আসুন ।python
। এন্টার চাপুন ।>>>
চিহ্নটির মানে হচ্ছে পাইথন ইন্টারপ্রেটার আপনার কাছে পাইথন স্টেটমেন্ট নেয়ার জন্য প্রস্তুত এবং এখানেই আপনি লিখতে পারবেন।