Links

PEP

এর পূর্ণ অর্থ হচ্ছে, Python Enhancement Proposals অর্থাৎ অভিজ্ঞ পাইথন প্রোগ্রামারদের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা যা পাইথনকে আরও বেশি শক্তিশালী, গোছানো, ফিচারফুল এবং ইফিসিয়েন্ট করতে সাহায্য করে।
যেমন, PEP 8 হচ্ছে রিডেবল পাইথন কোড লেখার ব্যাপারে একটি স্টাইল গাইড। এখানে বেশ কিছু গাইডলাইন আছে যেগুলো সব পাইথন প্রোগ্রামারের মেনে চলা উচিৎ। উদাহরণ সরূপঃ
  • মডিউলের নাম হতে হবে সব ছোট হাতের অক্ষর দিয়ে এবং এর নাম ছোট হওয়া বাঞ্ছনীয়।
  • ক্লাস এর নাম হওয়া উচিৎ ক্যাপ-ওয়ার্ড তথা CapitalWords স্টাইলে
  • ভ্যারিয়েবল এবং ফাংশন এর নামও হওয়া উচিৎ ছোট হাতের অক্ষর দিয়ে এবং প্রয়োজনে আন্ডার স্কোর ব্যবহার করে, যেমন - my_function
  • কন্সট্যান্ট এর নাম হওয়া উচিৎ বড় হাতের অক্ষর দিয়ে
  • অপারেটর এর দু পাশে এবং প্রত্যেকটি কমা চিহ্নের পরে স্পেস ব্যবহার করা উচিৎ
  • কোন লাইক ৮০ ক্যারেক্টারের বেশি লম্বা হওয়া উচিৎ নয়
  • from module import * এরকম ইম্পোরট করা ঠিক নয়। নির্দিষ্ট করে শুধুমাত্র দরকারি ফাংশনকেই ইম্পোরট করা উচিৎ
  • ঈন্ডেন্টেশনের জন্য ট্যাবের বদলে স্পেস (যেমন ৪টি) ব্যবহার করা উচিৎ
ইত্যাদি ...
এরকম আরও কিছু PEP আছে যেমন - PEP 20, PEP 257 যেগুলোতে নির্দিষ্ট কিছু কাজের জন্য গাইডলাইন উল্লেখ আছে।