main
if __name__ == "__main__":
এই লাইনটা অনেক পাইথন ফাইলে দেখে ঘাবড়ে যাবার কিছু নাই। আমরা বোঝার চেষ্টা করি কেন লোকজন এই অদ্ভুত if কন্ডিশনটাকে তাদের পাইথন স্ক্রিপ্টে লিখে। পাইথন ইন্টারপ্রেটার একটি প্রোগ্রামের এক্সিকিউশনের আগে যখন একটি সোর্স ফাইলকে পার্স (পড়ে) করে তখন সে এর জন্য কিছু স্পেশাল ভ্যারিয়েবল সেট করে। যখন স্বাধীনভাবে কোন পাইথন স্ক্রিপ্টকে রান করানো হয় তখন স্বয়ংক্রিয়ভাবে এর জন্য একটি __name__
নামের ভ্যারিয়েবল তৈরি হয় যার ভ্যালু সেট করা হয় স্ট্রিং "__main__"
. তাই আমরা যদি চাই আমাদের স্ক্রিপ্ট এর মধ্যেকার কিছু স্টেটমেন্ট শুধুমাত্র তখনি কাজ করুক যখন এটা একটা স্ট্যান্ডঅ্যালোণ স্ক্রিপ্ট হিসেবে রান করবে তখন বুদ্ধি করে এরকম একটা if
কন্ডিশন লিখে তার মধ্যে ওগুলো লিখবো। কারন আমরা তো জানিই যে এই if
কন্ডিশন তখনি সত্য হবে যখন এই স্ক্রিপ্টটা শুধু স্ক্রিপ্ট হিসেবেই রান হবে। যেমন আমাদের যদি নিচের মত একটা প্রোগ্রাম থাকে Nuhil.py
ফাইলে,
তাহলে আমরা যখন python Nuhil.py
এভাবে একে রান করাবো তখন আউটপুট আসবে,
Nuhil
কিন্তু যদি এই Nuhil.py
কে আরেকটি পাইথন ফাইল যেমন Mehdy.py
এর মধ্যে মডিউল হিসেবে import
করি তখন কিন্তু পাইথন এই Nuhil.py
ফাইল পার্স (পড়ার সময়) করার সময় __name__
নামের ভ্যারিয়েবলের জন্য "__main__"
ভ্যালু সেট করবে না। আর তাই if
কন্ডিশনটা মিথ্যা হবে। তো, Mehdy.py
এর কোড যদি হয় নিচের মত,
তাহলে আউটপুট আসবে,
এবং সুন্দর মত print("Nuhil")
স্টেটমেন্টটি গোপনেই থেকে যাবে।
Last updated