finally
স্টেটমেন্ট ব্যবহার করা হয়। try
, except
ব্লকের নিচে finally
ব্লক ব্যবহার করতে হয়। try
বা except
ব্লকের কোড রান হবার পর এই finally
ব্লকের মধ্যে থাকা কোড গুলো রান হবেই। একটি উদাহরণ দেখি -try
ব্লকের মধ্যে প্রথম প্রিন্ট স্টেটমেন্টের পর দ্বিতীয় প্রিন্ট স্টেটমেন্টে শূন্য দিয়ে ভাগের চেষ্টার কারনে ZeroDivisionError
এক্সেপশন তৈরি হচ্ছে। সেটাকে সঠিকভাবে হ্যান্ডেল করায় except
ব্লকের মধ্যে থাকা print("Divided by zero")
এক্সিকিউট করছে। এবং পরিশেষে, যেহেতু ঘটনা যাই হোক finally
ব্লক এর কোড এক্সিকিউট হবেই, তাই print("This code will run no matter what")
স্টেটমেন্টটিও কাজ করছে।finally
ব্লকের আগে এমন কোন এক্সেপশন তৈরি হয় যাকে সঠিক ভাবে হ্যান্ডেল করা হয় নাই, সে অবস্থাতেও finally
ব্লকের কোড রান হবে। যেমন -try
ব্লকের মধ্যে একটি এক্সেপশন তৈরি হয় এবং সেটা except
ব্লকে হ্যান্ডেল করা হয়। কিন্তু সেই হ্যান্ডেল করার ব্লকের মধ্যে আবার এমন একটা ভ্যারিয়েবল প্রিন্ট করতে চাওয়া হয়েছে যাকে ডিফাইন করাই হয় নাই। আর তাতে করে সেখানে একটা NameError
টাইপের এক্সেপশন তৈরি হয় (যদিও এটাকে হ্যান্ডেল করা হয় নি)। তারপরেও finally
ব্লক কাজ করছে আর তাই This is executed last
কে আউটপুট স্ক্রিনে দেখা যাচ্ছে।