1 == 1
সত্য এবং 2 == 2
সত্য। তাই and
অপারেটর এর আউটপুট True
. একটি কথা মনে করিয়ে দেয়া দরকার, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এ ধরণের AND, OR বা NOT অপারেটরকে সাধারণত &&
, ||
, !
দিয়ে প্রকাশ করা হয় যেখানে পাইথনে শব্দ আকারে লেখা হয়।and
অপারেটর এর মতই or
এরও দুটো আর্গুমেন্ট থাকে কিন্তু এটি সত্য হয় যদি উক্ত দুটো আর্গুমেন্টের যেকোনো একটি সত্য হয়। অর্থাৎ নিচের স্টেটমেন্টে,or
এর বাম পাশের লজিকটি সত্য কিন্তু ডান পাশেরটি সত্য নয়। তারপরেও or
এর আউটপুট True
.not
দুটো আর্গুমেন্ট নিয়ে কাজ করে না। বরং এর জন্য একটি আর্গুমেন্টই যথেষ্ট। এটি দিয়ে চেক করা হয় কোন লজিক না হয় কিনা। নিচের উদাহরণ দেখলে পরিষ্কার বোঝা যাবে,1 == 1
এটা আমরা সবাই জানি। এর সামনে not
জুড়ে দিয়ে দেখার চেষ্টা করছি যে 1 == 1
নয়। কিন্তু এটা আসলে ঠিক না, ১ আর ১ তো সমানই। আর তাই not 1 == 1
এর আউটপুট আসছে False
. সেরকম দ্বিতীয় লাইনে দেখছি/পড়ছি নয় ১ > ৭
এবং এটা সঠিক। আসলেই ১ কিন্তু ৭ এর চেয়ে বড় নয়। তাই not 1 > 7
স্টেটমেন্টটি সত্য রিটার্ন করছে।