বাংলায় পাইথন
  • পরিচিতি
  • ইনস্টলেশন
  • ব্যাসিক কনসেপ্ট
    • সাধারণ কিছু অপারেশন
    • আরও কিছু নিউমেরিক অপারেশন
    • স্ট্রিং
    • ব্যাসিক ইনপুট আউটপুট
    • স্ট্রিং অপারেশন
    • টাইপ কনভার্সন
    • ভ্যারিয়েবল
    • ইনপ্লেস অপারেটর
    • এডিটর এর ব্যবহার
  • কন্ট্রোল স্ট্রাকচার
    • বুলিয়ান
    • if স্টেটমেন্ট
    • else স্টেটমেন্ট
    • বুলিয়ান লজিক
    • অপারেটর প্রেসিডেন্স
    • while লুপ
    • লিস্ট
    • লিস্ট অপারেশন
    • লিস্ট ফাংশন
    • রেঞ্জ
    • for লুপ
  • গুরুত্বপূর্ণ ডাটা টাইপ
    • None
    • ডিকশনারি
    • ডিকশনারি ফাংশন
    • টাপল
    • আবারও লিস্ট
    • লিস্ট ও ডিকশনারি কম্প্রিহেনশন
  • ফাংশন ও মডিউল
    • কোডের পুনব্যবহার
    • ফাংশন
    • ফাংশন আর্গুমেন্ট
    • ফাংশন রিটার্ন
    • কমেন্ট ও ডক স্ট্রিং
    • অবজেক্ট হিসেবে ফাংশন
    • মডিউল
    • স্ট্যান্ডার্ড লাইব্রেরী
    • pip
  • ফাইল ও এক্সেপশন
    • এক্সেপশন
    • এক্সেপশন হ্যান্ডেলিং
    • finally
    • এক্সেপশন Raise
    • Assertions
    • ফাইল খোলা
    • ফাইল পড়া
    • ফাইলে লেখা
    • ফাইল নিয়ে সঠিক কাজ
  • ফাংশনাল প্রোগ্রামিং
    • ভূমিকা
    • ল্যামডা
    • ম্যাপ ও ফিল্টার
    • জেনারেটর
    • ডেকোরেটর
    • রিকারসন
    • সেট
    • itertools
  • অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
    • ক্লাস
    • ইনহেরিটেন্স
    • ম্যাজিক মেথড
    • অপারেটর অভারলোডিং
    • অবজেক্ট লাইফ সাইকেল
    • ডাটা হাইডিং
    • স্ক্লাস মেথড ও ট্যাটিক মেথড
    • প্রোপার্টিস
  • রেগুলার এক্সপ্রেশন
    • পরিচিতি
    • মেটা ক্যারেক্টার
    • ক্যারেক্টার ক্লাস
    • গ্রুপ
    • স্পেশাল সিকুয়েন্স
  • অতিরিক্ত কিছু বিষয়
    • পাইথনিকনেস
    • PEP
    • main
    • # -- coding: utf-8 --
    • #! /usr/bin/env python
    • CPython
    • ডকুমেন্টেশন পড়া
  • প্যাকেজিং
Powered by GitBook
On this page
  1. কন্ট্রোল স্ট্রাকচার

বুলিয়ান লজিক

if স্টেটমেন্টের জন্য জটিল কন্ডিশন তৈরির ক্ষেত্রে বুলিয়ান লজিক ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ একটি if স্টেটমেন্ট যদি একাধিক কন্ডিশনের উপর নির্ভর করে সেখানে আমরা বুলিয়ান লজিক ব্যবহার করতে পারি। আগেও বলা হয়েছে, পাইথনে and, or এবং not এই তিন ধরণের বুলিয়ান অপারেটর আছে।

and এই অপারেটর দুটো আর্গুমেন্ট নিয়ে যাচাই করে এবং সত্য হয় যখন দুটো আর্গুমেন্টই সত্য হয়।

>>> 1 == 1 and 2 == 2
True

এখানে 1 == 1 সত্য এবং 2 == 2 সত্য। তাই and অপারেটর এর আউটপুট True. একটি কথা মনে করিয়ে দেয়া দরকার, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এ ধরণের AND, OR বা NOT অপারেটরকে সাধারণত &&, ||, ! দিয়ে প্রকাশ করা হয় যেখানে পাইথনে শব্দ আকারে লেখা হয়।

or উপরে উল্লেখিত and অপারেটর এর মতই or এরও দুটো আর্গুমেন্ট থাকে কিন্তু এটি সত্য হয় যদি উক্ত দুটো আর্গুমেন্টের যেকোনো একটি সত্য হয়। অর্থাৎ নিচের স্টেটমেন্টে,

>>> 1 == 1 or 2 == 3
True

এখানে or এর বাম পাশের লজিকটি সত্য কিন্তু ডান পাশেরটি সত্য নয়। তারপরেও or এর আউটপুট True.

not অন্য দুটি অপারেটর এর মত not দুটো আর্গুমেন্ট নিয়ে কাজ করে না। বরং এর জন্য একটি আর্গুমেন্টই যথেষ্ট। এটি দিয়ে চেক করা হয় কোন লজিক না হয় কিনা। নিচের উদাহরণ দেখলে পরিষ্কার বোঝা যাবে,

>>> not 1 == 1
False
>>> not 1 > 7
True

প্রথম স্টেটমেন্ট এর 1 == 1 এটা আমরা সবাই জানি। এর সামনে not জুড়ে দিয়ে দেখার চেষ্টা করছি যে 1 == 1 নয়। কিন্তু এটা আসলে ঠিক না, ১ আর ১ তো সমানই। আর তাই not 1 == 1 এর আউটপুট আসছে False. সেরকম দ্বিতীয় লাইনে দেখছি/পড়ছি নয় ১ > ৭ এবং এটা সঠিক। আসলেই ১ কিন্তু ৭ এর চেয়ে বড় নয়। তাই not 1 > 7 স্টেটমেন্টটি সত্য রিটার্ন করছে।

উদাহরণ

a = 1
b = 1

c = 5
d = 10

if a == b and d > c:
    print("a and b are equal and d is greater than c")

আউটপুট,

a and b are equal and d is greater than c
Previouselse স্টেটমেন্টNextঅপারেটর প্রেসিডেন্স

Last updated 6 years ago

সংকলন -

নুহিল মেহেদী